
ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম।
আমাদের আহব্বান
ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, চট্টগ্রাম।
আপনারা অবগত আছেন যে, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম সুদীর্ঘ ৪৭ বছর ধরে আল্লাহ তা’য়ালার অশেষ মেহেরবাণী এবং আপনাদের আন্তরিক সাহায্য সহযোগিতায় দ্বীনের প্রচার-প্রসার, শিক্ষা বিস্তার, গরীব রোগীদের চিকিৎসা সেবা ও সাহায্য প্রদান, গরীব ও অনাথ মেয়েদের বিবাহ সাহায্য, দুঃস্থদের এককালীন সাহায্য ও পুনর্বাসন, গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাসিক বৃত্তি ও এককালীন সাহায্য, দুঃস্থ পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ, গরীব বালকদের খৎনা, বিপন্নদের মাঝে শীতবস্ত্র বিতরণ, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ, দুর্যোগ-দূর্বিপাকে রিলিফ প্রদান, লা-ওয়ারিশ লাশ দাফন ইত্যাদি সেবা ও জনকল্যাণমূলক কাজ করে আসছে । এ কাজ গুলো পরিষদের সারা বছরের নিয়মিত কাজ । এসব কাজ বিত্তশালীদের যাকাত, সাদকাহ, দান ও আর্থিক সাহায্য-সহযোগিতার মাধ্যমেই পরিচালিত হয়ে থাকে । তাই বরাবরের মত পরিষদ এর দরিদ্র তহবিলে মুক্ত হস্তে দান করে দুঃস্থ, অসহায় ও বঞ্চিত মানুষের কল্যাণে এগিয়ে আসার আকুল আবেদন জানাচ্ছি ।


ইসলামী সমাজ কল্যান পরিষদ, চট্টগ্রাম
প্রকল্প সমূহ
শিক্ষা প্রকল্প
- শাহ ওয়ালী উল্লাহ ইনস্টিটিউট (নার্সারী-১০ম মান), জামালখান রোড, চট্টগ্রাম ।
- আল জাবের ইনস্টিটিউট (নার্সারী-১০ম মান), মুহুরী পাড়া, আগ্রাবাদ,, চট্টগ্রাম ।
- আল জাবের বালিকা মাধ্যমিক বিদ্যালয়, মুহুরী পাড়া, আগ্রাবাদ,, চট্টগ্রাম
- ইসলামী সমাজ কল্যাণ পরিষদ উচ্চ বিদ্যালয়, উত্তর কাট্টলী, পাহাড়তলী, চট্টগ্রাম ।
- জামান আনোয়ার ইনস্টিটিউট, উত্তর কাট্টলী, পাহাড়তলী, চট্টগ্রাম ।
- মাদ্রাসা-ই-আবু হুরাইরা (রাঃ), খুলশী, নাসিরাবাদ, চট্টগ্রাম ।
- বায়তুর রিদওয়ান ইয়াতীমখানা ও হেফজখানা, খুলশী, নাসিরাবাদ, চট্টগ্রাম ।
- আদর্শ ফোরকানিয়া মক্তব, মুহুরী পাড়া, আগ্রাবাদ,, চট্টগ্রাম ।
- আবু হুরাইরা (রাঃ) আদর্শ ফোরকানিয়া মক্তব, খুলশী, নাসিরাবাদ, চট্টগ্রাম ।
- আদর্শ ফোরকানিয়া মক্তব, ছোটপোল, চট্টগ্রাম ।
- আদর্শ ফোরকানিয়া মক্তব, বাকলিয়া, চট্টগ্রাম ।
- আদর্শ ফোরকানিয়া মক্তব, আমিন জুট মিলস্ কলোনী, চট্টগ্রাম ।
- আদর্শ ফোরকানিয়া মক্তব, সরাইপাড়া, চট্টগ্রাম ।
- আদর্শ ফোরকানিয়া মক্তব, মিস্ত্রিপাড়া, আগ্রাবাদ,, চট্টগ্রাম ।
- আদর্শ শিশু শিক্ষা কেন্দ্র, আমিন জুট মিলস্ , চট্টগ্রাম ।
- আদর্শ শিশু শিক্ষা কেন্দ্র, বাকলিয়া, চট্টগ্রাম ।
- বয়স্ক শিক্ষা কেন্দ্র, সরাইপাড়া, আগ্রাবাদ,, চট্টগ্রাম ।
- বয়স্ক শিক্ষা কেন্দ্র, বাকলিয়া, চট্টগ্রাম ।
- বারাকাহ কমপ্লেক্স, সমন্বিত শিক্ষা, চিকিৎসা ও সেবা প্রকল্প, হামিদপুর, পাঁচলাইশ, বায়েজিদ, চট্টগ্রাম ।
মসজিদ প্রকল্প
- শহীদ নগর ইসকপ জামে মসজিদ, সরাইপাড়া, চট্টগ্রাম ।
- ইসকপ জামে মসজিদ, বাকলিয়া, চট্টগ্রাম ।
- মসজিদ-ই-আবু হুরাইরা (রাঃ), খুলশী, নাসিরাবাদ, চট্টগ্রাম
চিকিৎসা প্রকল্প
- দারুশ শেফা দাতব্য চিকিৎসালয়, ১৫২, কলেজ রোড, চকবাজার, চট্টগ্রাম ।
- ঝাউতলা আদর্শ হোমিও দাতব্য চিকিৎসালয়, সরদার বাহাদুর নগর, পাহাড়তলী, চট্টগ্রাম
- মাদারবাড়ী আদর্শ হোমিও দাতব্য চিকিৎসালয়, পশ্চিম মাদারবাড়ী, চট্টগ্রাম ।
- হযরত আবু হুরাইরা (রাঃ) দাতব্য চিকিৎসালয়, খুলশী, চট্টগ্রাম ।
- ইসকপ দাতব্য চিকিৎসালয়, বাকলিয়া, চট্টগ্রাম ।
- শহীদ নগর (সরাইপাড়া) ইসকপ দাতব্য চিকিৎসালয়, চট্টগ্রাম ।
- বারাকাহ্ ফ্রি মেডিকেল সেন্টার, হামিদপুর, পাঁচলাইশ, বায়েজিদ, চট্টগ্রাম ।
ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম কর্তৃক ২০২২ সালের যাকাত, দান ও সাদকাহ বিভাগের কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ
ইয়াতীমখানা ব্যবস্থাপনা
- ইয়াতীমদের আবাসিক ব্যবস্থাসহ ফ্রি ভরন-পোষণ ও শিক্ষা প্রদান………….. ৮০ জন
সাহায্য ও পুনর্বাসন প্রকল্প
- গরীব ছেলে-মেয়েদের বিবাহ সাহায্য ।
- গরীব রোগীদের চিকিৎসা সেবা ও সাহায্য ।
- দুঃস্থদের এককালীন সাহায্য ও পুনর্বাসন ।
- গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাসিক বৃত্তি ও এককালীন সাহায্য ।
- পুনর্বাসন সাহায্য ।
- ঋণ পরিশোধ সাহায্য ।
- গরীব বালকদের ফ্রি খৎনা ।
- দুঃস্থ পরিবারের পুনর্বাসন উপলক্ষে বিনামূল্য সেলাই মেশিন বিতরণ ।
- বিপন্নদের মাঝে শীতবস্ত্র বিতরণ ।
- দুর্যোগ-দূর্বিপাকে রিলিফ প্রদান ।
- লা-ওয়ারিশ লাশ দাফন ।
- অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ।
- বস্তি এলাকায় বিশুদ্ধ খাওয়ার পানির ব্যবস্থার লক্ষ্যে নলকূপ স্থাপন ।
- উপরোক্ত কার্যক্রমের আওতায় ১০১ জন দুঃস্থ ব্যক্তি ও ৩২৯ টি সহায়হীন পরিবারসহ সর্বমোট ৪৩০ জন ব্যক্তি ও পরিবারকে সাহায্য প্রদান করা হয় ।

ইসলামী সমাজ কল্যান পরিষদ, চট্টগ্রাম
সামাজিক কার্যক্রম